अंतरराष्ट्रीय

Blog single photo

আফগানিস্তানে নিকেশ আল-কায়দা জঙ্গি আসিম ওমর

09/10/2019কাবুল, ৯ অক্টোবর (হি.স.) : আমেরিকা ও আফগানিস্তানের যৌথ সেনা অভিযানে নিকেশ আল-কায়দার অন্যতম শীর্ষ কম্যান্ডার আসিম ওমর। মঙ্গলবার আফগানস্তানের প্রশাসনের তরফে এমনই জানানো হয়েছে।

আল-কায়দার দক্ষিণ এশিয়ার কম্যান্ডার আসিম ওমরকে দক্ষিণ আফগানিস্তানের মুসা কালা জেলায় অভিযান চালিয়ে গত মাসে নিকেশ করে যৌথবাহিনী। স্থানীয় প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে আসিমের পাশাপাশি আরও ছয় জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। গোপনে ওই জঙ্গিকে কবরস্থ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে আল-কায়দায় যোগ দেন আসিম ওমর। দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের বিস্তারের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জঙ্গিদের প্রশিক্ষণ থেকে সমরাস্ত্র সরবরাহ করার দায়িত্ব ছিল আসিম ওমর। আফগানিস্তানের জাতীয় সুরক্ষা নির্দেশনালয়ের তরফে জানানো হয়েছে, ওমরের সঙ্গে যে ছয় জঙ্গিকে নিকেশ করা হয়েছিল তার মধ্যে রেহান নামে এক জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে। এই রেহান আল কায়দার আল জবাহিরীর সহায়ক ছিল। এই প্রসঙ্গে মার্কিন প্রশাসনের তরফ থেকে কিছুই জানানো হয়নি। হিন্দুস্থান সমাচার / শুভঙ্কর/ সঞ্জয়


 
Top