राष्ट्रीय

Blog single photo

সংক্রমিত আরও ১৪ জন, রাজস্থানে কোভিড-১৯-এ আক্রান্ত বেড়ে ১৫৪

03/04/2020

জয়পুর, ৩ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের সংক্রমণ থামছেই না ভারতে। মরুরাজ্য রাজস্থানে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। নতুন করে ১৪ জন সংক্রমিত হওয়ার পর রাজস্থানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫৪-তে পৌঁছেছে।
শুক্রবার রাজস্থান স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজস্থানে নতুন করে সংক্রমিত ১৪ জনের মধ্যে ৭ জন টোঙ্ক জেলায় (তবলীগী জামাতে অংশ নেওয়া) এবং ৭ জন (৬ জন মহারাষ্ট্র থেকে এবং একজন ঝাড়খণ্ড থেকে, যাঁরা তাবলীগী জামাতে অংশ নিয়েছিলেন) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৪।
কোভিড-১৯ ভাইরাসকে পরাজিত করে অনেকেই সুস্থ হয়ে উঠছেন। শুক্রবার রাজস্থানের ভিলওয়াড়ায় করোনা-আক্রান্ত দু'জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top