ट्रेंडिंग

Blog single photo

প্রয়াত বিশিষ্ট সঙ্গীত সুরকার এম কে অর্জুনান, ৮৪ বছরে জীবনাবসান

06/04/2020

কোচি, ৬ এপ্রিল (হি.স.): মালায়ালাম সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি। প্রয়াত হলেন বিশিষ্ট মালায়ালাম সঙ্গীত সুরকার এম কে অর্জুনান। সোমবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ কোচির পাল্লুরুথিতে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খ্যাতনামা সঙ্গীত সুরকার এম মে অর্জুনান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
অর্জুনান মাস্টার হিসেবে সর্বাধিক পরিচিত ছিলেন এম কে অর্জুনান। পরিবার সূত্রের খবর, বার্ধ্যকজনিত অসুস্থতায় ভুগছিলেন এম কে অর্জুনান। সোমবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ কোচির পাল্লুরুথিতে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খ্যাতনামা এই সঙ্গীত সুরকার। ৫০০টিরও বেশি সঙ্গীত কম্পোজ করেছিলেন অর্জুনান, তার মধ্যে অধিকাংশই হিট ছিল।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top