राष्ट्रीय

Blog single photo

দুস্কৃতিদের গুলিতে হত ছাত্রনেতা

09/10/2019


বস্তি, ৯ অক্টোবর (হি.স.) : দুস্কৃতিদের ছোঁড়া গুলিতে নিহত হলেন এক ছাত্রনেতা। মৃত ছাত্র নেতার নাম আদিত্য নারায়ণ তিওয়ারি কবীর। তিনি এপিএন পিজি কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি ছিলেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বুধবার মালবিয় রোডের কাছে অগ্রওয়াল ভবনে দুষ্কৃতিরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠায় তাঁকে লখনৌ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা যায়। বিজেপি ছাত্রনেতার আকস্মিক গুলিতে মৃত্যু ঘটনায় ছাত্রছাত্রীরা এলাকায় রাস্তা অবরোধ করে। এই ঘটনার জন্য তারা পুলিশকে দায়ী করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দু'জন যুবক বাইকে করে এসে অগ্রওয়াল ভবনের কাছে অপেক্ষা থাকে। কবীর কিছু বোঝার আগেই তাকে লক্ষ্য করে দুস্কৃতিরা গুলি চালায়। বাঁচার জন্য কবীর গলিতে ঢুকে পড়ে। তারা সেখানেও গুলি চালালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দুস্কৃতিরা গুলি চালিয়ে এলাকা থেকে গা ঢাকা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর কবীরকে লখনৌ হাসপাতালে স্থানান্তরিত করা হলে, সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। হিন্দুস্থান সমাচার/ সঞ্জয়.


 
Top