खेल

Blog single photo

করোনা মোকাবিলায় ইডেন গার্ডেনস ব্যবহারের প্রস্তাব সৌরভের

25/03/2020

কলকাতা, ২৫ মার্চ (হি. স.) : করোনা আতঙ্কে থরহরি কম্প দেশবাসী। এরই মাঝে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা নয়।কলকাতায় মৃত্যু হয়েছে একজনের। আর তাই করোনা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কপালেও ।এবার করনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়ালেন সৌরভ। প্রয়োজনে ইডেন গার্ডেন্স ব্যবহার করতে পারে রাজ্য সরকার এমনটাই প্রস্তাব দিলেন বাংলা দাদা সৌরভ।

 সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন করনা মোকাবিলায় ইডেনের ইনডোর পরিকাঠামো ছাড়াও ব্যবহার করা যাবে ইডেনের ডরমিটারিও। করনা মোকাবিলায় সারা দেশজুড়ে চলছে লকডাউন ফলে কলকাতা হলো আর তাই ভারাক্রান্ত সবার মন। লকডাউন এর মাঝেই টুইটারে কলকাতার ছবি পোস্ট করে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘কোন দিনই ভাবি নি আমার শহরকে এই অবস্থায় দেখব।এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি ভাল হবে'। হিন্দুস্থান সমাচার/ পায়েল


 
Top