खेल

Blog single photo

করোনায় মারা গেলেন ইরাকের কিংবদন্তি ফুটবলার আহমেদ রাধি

21/06/2020


বাগদাদ, ২১ জুন (হি. স.): করোনার বলি আরও এক কিংবদন্তি। রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইরাকের ফুটবলের কিংবদন্তি আহমেদ রাধি।

এদিন ইরাকের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রাক্তন এই ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছিলেন। ৫৬ বছরের এই প্রাক্তন ফরওয়ার্ড ১২১টি ম্যাচে ৬২টি গোল করেছিলেন। ১৯৯৭ সালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। ১৯৮৬ সালের বিশ্বকাপে তাঁর করা গোল ইরাকের আন্তর্জাতিক পর্যায়ের ফাইনালে একমাত্র গোল। ১৯৮৮ সালে তিনি এশিয়ার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। ১৯৮২ সালের এশি.য়ান গেমসেও তিনি ছিলেন জাতীয় দলে।

করোনা পজিটিভ হওয়ার পর গত সপ্তাহে তিনি বাগদাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থা ভালো হওয়ায় বৃহস্পতিবার তিনি বাড়িতে ফিরেছিলেন। ফের তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই রবিবার তাঁর মৃত্যু হয়েছে।

–হিন্দুস্থান সমাচার/ কাকলি


 
Top