अंतरराष्ट्रीय

Blog single photo

সংক্রমণ বেড়েই চলেছে, করোনাভাইরাসে চিনে মৃত্যু বেড়ে ৩,২৯২

27/03/2020

বেজিং, ২৭ মার্চ (হি.স.): পরিস্থিতি ধীরে ধীরে হাতের নাগালে এলেও, মৃত্যু ও সংক্রমণ থামছেই না। বিগত ২৪ ঘন্টায় চিনে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫ জন (৫৪ জন ইম্পোর্টেড)। হুবেই প্রদেশে আরও ৫ জনের মৃত্যুর পর চিনে করোনা-সংক্রমণে মৃতের সংখ্যা ৩,২৯২-এ গিয়ে ঠেকেছে। হুবেই প্রদেশ-সহ সমগ্র চিনে আক্রান্তের সংখ্যা ৮১,৩৪০।
শুক্রবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় চিনে মৃত্যু হয়েছে ৫ জনের এবং সংক্রমিত হয়েছেন ৫৫ জন। সবমিলিয়ে চিনে এখনও পর্যন্ত করোনা-সংক্রমণে মৃতের সংখ্যা ৩,২৯২-এ গিয়ে ঠেকেছে। হুবেই প্রদেশ-সহ সমগ্র চিনে আক্রান্তের সংখ্যা ৮১,৩৪০। স্বস্তির বিষয় হল, চিনে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪,৫০০ জন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top