राष्ट्रीय

Blog single photo

করোনার দাপট অব্যাহত গুজরাটে, আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৮

29/03/2020

  ভোপাল, ২৯ মার্চ (হি. স.): করোনার
দাপট অব্যাহত গুজরাটে। রবিবার নতুন করে আরও তিনজনের শরীরে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
সব মিলিয়ে গুজরাটে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮। এর আগে বছর ৪৫-এর এক রোগী
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে রাজ্যে। উল্লেখ করা যেতে পারে করোনায়
এখনো পর্যন্ত ৯৭৯ মানুষ আক্রান্ত হয়েছে।এর মধ্যে ৪৮ জন বিদেশি নাগরিক রয়েছে।৮৭ জন
সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। হিন্দুস্থান সমাচার /শুভঙ্কর 


 
Top