राष्ट्रीय

Blog single photo

মধ্যপ্রদেশে করোনায় আক্রান্ত আরও ৫, সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯

29/03/2020
 ভোপাল, ২৯ মার্চ (হি. স.):    করোনার দাপট অব্যাহত মধ্যপ্রদেশে। রবিবার সকালে
সেখানে নতুন করে আরও পাঁচজন সংক্রমিত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো
৩৯।  মহাত্মা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফ থেকে
এক রিপোর্টে বলা হয়েছে নতুন করে আক্রান্তদের মধ্যে চারজন পুরুষ ইন্দোরের বাসিন্দা।
বয়স আনুমানিক ২১,৩৮,৪০,৪৮। আক্রান্তদের মধ্যে একজন বছর ১৭ নাবালিকাও রয়েছে। জানা
গিয়েছে এই নাবালিকা উজ্জয়িনীর বাসিন্দা। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। আর বাকি
চারজনের চিকিৎসা ইন্দোরের হাসপাতালে চলছে। আরও জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে কারও
বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। রাজ্যে এখনও পর্যন্ত জব্বলপুর, ভোপাল, শিবপুরি, গোয়ালিয়র,
উজ্জয়িনী থেকে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। 

 হিন্দুস্থান সমাচার /শুভঙ্কর 


 
Top