अंतरराष्ट्रीय

Blog single photo

করোনা-সংক্রমণে উদ্বেগ বাড়ছে, আমেরিকায় মৃত্যু বেড়ে ২,৯৭৮

31/03/2020

ওয়াশিংটন, ৩০ মার্চ (হি.স.): করোনাভাইরাসের প্রকোপে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে আমেরিকায়। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের সংক্রমণে আমেরিকায় মৃত্যু হয়েছে ২,৯৭৮ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬১,৮০৭ জন।
আমেরিকায় ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কমপক্ষে ৫,৫০০ জন। গত কয়েকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলেছে। জোন্স হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমণে আমেরিকায় মৃত্যু হয়েছে ২,৯৭৮ জনের। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা ১৬১,৮০৭ জন। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কমপক্ষে ৫,৫০০ জন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top