खेल

Blog single photo

এমসিসি-র প্রেসিডেন্ট হলেন ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্যাপ্টেন ক্লেয়ার কোনর

26/06/2020
লন্ডন, ২৬ জুন (হি. স.) :মেরিলিবোন ক্রিকেট ক্লাব
(এমসিসি)এর প্রেসিডেন্ট হলেন ইংল্যান্ডের প্রাক্তন   ক্যাপ্টেন ক্লেয়ার কোনর । এমসিসি-র ২৩৩ বছরের ইতিহাসে
প্রথমবার মহিলা প্রেসিডেন্ট হলেন কোনর । এমসিসি এবছরের বার্ষিক সাধারণ সভায় এমসিসি
প্রথা ভেঙে এমন এক সিদ্ধান্ত নিয়েছে, যা এর আগে কেউ ভাবতেও সাহস করেনি। ১৭৮৭ সালে স্থাপিত এমসিসি ১৯৯৮ সাল পর্যন্ত কোনও
মহিলাকে সদস্যপদ দেয়নি। ১৯৯৯ সালে প্রথমবার ক্লাবের অন্দরমহলে পা পড়ে মহিলা সভ্যদের।
২০১২ সালে শার্লট এডওয়ার্ডস প্রথম মহিলা হিসেবে এমসিসির ক্রিকেট কমিটিতে জায়গা পান।
সেই প্রথম কোনও মহিলা সরাসরি এমসিসির প্রশাসনিক কমিটিতে ঢুকে পড়েন। এবার ক্লেয়ার হলেন
প্রথম মহিলা প্রেসিডেন্ট।২০২১-এর ১ অক্টোবর এমসিসি প্রেসিডেন্ট হিসেবে সাঙ্গাকারার
কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন ক্লেয়ার। তিনি দায়িত্বে বহাল থাকবেন ২০২২-এর ৩০ সেপ্টেম্বর
পর্যন্ত।১৯৯৫ সালে ১৯ বছর বয়সে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট
দলে অভিষেক হয় ক্লেয়ারের। ২০০০ সালে ইংল্যান্ডের ক্যাপ্টেন নিযুক্ত হন তিনি। 

-হিন্দুস্থান
সমাচার/ কাকলি


 
Top