राष्ट्रीय

Blog single photo

গুজরাটে করোনায় আক্রান্ত আরও দু'জন, সংক্রমিত বেড়ে ৭৩

31/03/2020

আহমেদাবাদ, ৩১ মার্চ (হি.স.): গুজরাটে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হলেন আরও দু'জন। মঙ্গলবার সকাল পর্যন্ত গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩। প্রত্যেককেই পৃথক আইসোলেশনে রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে গুজরাট সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি (স্বাস্থ্য) জয়ন্তী রবি জানিয়েছেন, গুজরাটে নতুন করে আরও দু'জন মারণ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। নতুন করে দু'জন সংক্রমিত হওয়ার পর রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭৩-এ গিয়ে ঠেকেছে। জয়ন্তী রবি জানিয়েছেন, আহমেদাবাদে ৫৫ বছর বয়সী একজন ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাসের সন্ধান মিলেছে। গান্ধীনগরে একজন মহিলা সংক্রমিত হয়েছেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top