मनोरंजन

Blog single photo

প্রকাশ্যে এল ঝুন্ড সিনেমার টিজার

21/01/2020

মুম্বাই , ২১ জানুয়ারি (হি. স.) : অবশেষে প্রকাশ্যে এল নাগরাজ পপটলাল মঞ্জুলের বহু প্রতীক্ষিত ঝুন্ড সিনেমার টিজার। দেখাবেন। সেই বহু প্রতীক্ষিত ছবির টিজার মুক্তি পেল মঙ্গলবার। ঝুন্ড বড়পর্দায় মুক্তি পাবে চলতি বছরের ৮ মে ।

বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দর্শকদের কথা ভেবেই মারাঠিতে তৈরি করেছিলেন সইরাত ও নাল। দুটি মুভিই দর্শকমনে দাগ কেটেছিল। এবার প্রথমবার বলিউডে পা দিয়ে নিজের ম্যাজিক দেখাতে ডুব দিয়েছেন ঝুন্ড সিনেমায়। বস্তিতে বসবাসকারী এক ফুটবলারের জীবনকাহিনি নিয়ে তৈরি এই সিনেমায় প্রফেসরের ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। যিনি বিজয় বারশের প্রতিভাকে চিহ্ণিত করে স্বপ্নপূরণের দিশার পথ দেখাবেন। সেই বহু প্রতীক্ষিত ছবির টিজার মুক্তি পেল মঙ্গলবার। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারটি শেয়ার করেছেন অভিষেক বচ্চন। যেখানে দেখা গিয়েছে, লাঠি, চেন নিয়ে হাঁটা যুবকদের মাঝে একজন বেসবল ও ব্যাট হাতে নিয়ে রয়েছে। এবং কারোরই মুখ দেখানো হয়নি। সোমবার ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেন অমিতাভ বচ্চন স্বয়ং। হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top