मनोरंजन

Blog single photo

করোনাভাইরাসরে আতঙ্কেই এবার প্যারিস ফ্যাশন উইকে যাওয়া বাতিল করলেন দীপিকা পাড়ুকোন

03/03/2020


মুম্বাই, ৩ মার্চ (হি. স.) :  করোনাভাইরাসরে আতঙ্কেই এবার প্যারিস ফ্যাশন উইকে যাওয়া বাতিল করলেন দীপিকা পাড়ুকোন। এ বছর বিশ্বের অন্যতম সেরা এই ফ্যাশন শোয়ে যাচ্ছেন না তিনি।
প্যারিস ফ্যাশন উইকে যাওয়া যে কোনও ফ্যাশনিস্তা বা অভিনেত্রীর ক্ষেত্রে সম্মান ও গর্বের ব্যাপার। তাই এখানে আমন্ত্রণ হলে সচরাচর বাতিল করেন না কেউ। আর করবেনই বা কেন? বেছে বেছে সেলিব্রিটিদের নিমন্ত্রণপত্র পাঠায় কর্তৃপক্ষ। কিন্তু এই সুযোগ কার্যত বাধ্য হয়ে হাতছাড়া করতে হল দীপিকাকে। করোনার আতঙ্কেই প্যারিস সফর বাতিল করলেন অভিনেত্রী। যদিও নিমন্ত্রণপত্র এসেছে বেশ কিছুদিন আগেই। তখনও ফ্রান্সে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কোনও খবর ছিল না। ফলে প্যারিস ফ্যাশন উইক অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলেন দীপিকা। কিন্তু যখন তিনি খবর পেলেন প্রাণঘাতী করোনা থাবা বসিয়েছে ফ্রান্সে, তখনই তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন। দীপিকা পাড়ুকোনের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এখবর জানানো হয়েছে। হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top