अंतरराष्ट्रीय

Blog single photo

ক্রমাগত করোনা-লক্ষণ, হাসপাতালে ভর্তি বরিস জনসন

06/04/2020

লন্ডন, ৬ এপ্রিল (হি.স.): শরীরে ক্রমাগত করোনাভাইরাসের লক্ষণ দেখা দিচ্ছে, তাই হাসপাতালে ভর্তি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শরীরে করোনাভাইরাসের সন্ধান মেলার, ১০ দিনের পর হাসপাতালে ভর্তি হলেন বরিস জনসন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি হওয়া বরিসের।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন, জ্বর-সহ করোনাভাইরাসের অন্যান্য লক্ষণ দেখা দেওয়ায় রবিবার সন্ধ্যায় বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top