खेल

Blog single photo

উঠছে নির্বাসন, শ্রীসন্তের নাম রঞ্জি ট্রফির জন্য বিবেচনা করবে কেরল

18/06/2020
নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.):   দীর্ঘ সাত বছর পর  সেপ্টেম্বরে নির্বাসন থেকে মুক্তি পাচ্ছেন প্রাক্তন
ভারতীয় পেসার এস শ্রীসন্ত।  কেরল ক্রিকেট সংস্থার
তরফে জানিয়ে দেওয়া হয়েছে,  নির্বাসন উঠে গেলে
শ্রীসন্তের নাম রঞ্জি ট্রফির জন্য রাজ্য দলে বিবেচনা করা হবে। যদিও এক্ষেত্রে তাঁকে
নিজের ফিটনেসের প্রমাণ দিতে হবে এবং ফর্মের নিরিখেই ঢুকতে হবে দলে। তাঁকে রঞ্জি দলের জন্য বিবেচনা
করা হবে, একথা ঘোষণা করার পরেই কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কৃতজ্ঞতা জানান শ্রীসন্ত।
৩৭ বছর বয়সী প্রাক্তন ভারতীয় পেসার বলেন, ‘আমাকে সুযোগ দেওয়ার জন্য চিরকার ঋণী থাকব
কেসিএ'র কাছে। আমি নিজের ফিটনেস প্রমাণ করব এবং মাঠে আবার ঝড় তুলব। সময় এসেছে সমস্ত
বিতর্ককে পিছনে ফেলে আসার।উল্লেখ্য, ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের
দায়ে বিসিসিআই ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত করে কেরলের পেসার এস শ্রীসন্তকে।  ২০১৫ সালে দিল্লির বিশেষ আদালত শ্রীসন্তকে সমস্ত
অভিযোগ থেকে মুক্তি  দেয়। ২০১৮ সালে কেরল হাইকোর্ট
শ্রীসন্তের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার নির্দেশ দেয়। যদিও সেই রায় আটকে যায় সুপ্রিম
কোর্টের নির্দেশে। শীর্ষ আদালত বিসিসিআইকে অনুরোধ করে শ্রীসন্তের জন্য নতুন করে শাস্তিবিধান
করতে। সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর বিসিসিআইয়ের ন্যায়পাল ডিকে জৈন শ্রীসন্তের
উপর থেকে আজীবন নির্বাসনের শাস্তি তুলে নিয়ে তা ৭ বছর করেন, যা শেষ হচ্ছে চলতি বছরের
সেপ্টেম্বরে।

-হিন্দুস্থান সমাচার/ কাকলি  


 
Top