मनोरंजन

Blog single photo

কর ফাঁকির মামলায় তামিল সুপারস্টার বিজয়কে জিজ্ঞাসাবাদ আয়কর দফতরের

05/02/2020

চেন্নাই, ৫ ফেব্রুয়ারি (হি. স.) : তামিল সুপারস্টার বিজয়কে একটি চলচ্চিত্র নির্মাতা সংস্থার কর ফাঁকির মামলায় জিজ্ঞাসাবাদ করল আয়কর দফতর। আয়কর দফতরের আধিকারিকরা অভিযুক্ত এজিএস সিনেমার সম্পত্তি ও চলচ্চিত্র লগ্নিকারী আনবু চেলিয়ানের খোঁজে তল্লাশি চালাচ্ছে। 
প্রসঙ্গত, এজিএস সিনেমাই বিজয় অভিনীত ছবি ‘বিগিল'-এর প্রযোজনা করেছিল। ২০১৭ সালের অক্টোবরে বিজয় অভিনীত ‘মার্শাল' ছবিটির বিরোধিতা করেছিল বিজেপি। তাদের দাবি ছিল, ছবির সংলাপে জিএসটি ও নোটবন্দির বিরুদ্ধে কটাক্ষ রয়েছে। সমালোচনা করে হয়েছিল ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিরও। বিজেপি চেয়েছিল ছবি থেকে সেই সব সংলাপ বাদ দেওয়া হোক। কেননা ওতে অসত্য পরিবেশিত হয়েছে সংশ্লিষ্ট বিষয়গুলির সম্পর্কে। হিন্দুস্থান সমাচার / সোনালি 
Top