खेल

Blog single photo

করোন পরিস্থিতিতে স্থগিত হয়ে গেল ভারতের শ্রীলঙ্কা সফর

11/06/2020

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.)
: করোন পরিস্থিতিতে স্থগিত বাতিল

হয়ে গেল চলতি
মাসের শেষের
দিকে ভারতের
শ্রীলঙ্কা সফর

বৃহস্পতিবার জানা
গেছে অফ
কন্ট্রোল
ফর ক্রিকেট
ইন ইন্ডিয়া
(
বিসিসিআই) শ্রীলঙ্কা
বোর্ডকে জানিয়েছে,
করোনাভাইরাস পরিস্থিতির
জেরে ক্রিকেট
সিরিজ করা
সম্ভব নয়।
যে সিরিজে
তিনটি টি-টোয়েন্টি
এবং তিনটি
একদিনের ম্যাচ
হওয়ার কথা
ছিল।'তবে একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, আগামী আগস্টে বিরাট কোহলিদের দেশে আনার মরিয়া চেষ্টা করছে শ্রীলঙ্কা বোর্ড। এক কর্তা জানিয়েছেন, আগস্টে যদি সফর হয়, তাহলে অবশ্য দু'দেশের সরকারের স্তরে আলোচনা হবে। দু'দেশের সরকার আশ্বস্ত হলেই তবে সিরিজে বল গড়াবে। পাশাপাশি ভারতীয় ক্রিকেদারদের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য সংক্রান্ত উপযুক্ত পরিকল্পনাও তৈরি রাখতে হবে।  বিষয়টি নিয়ে অবশ্য শ্রীলঙ্কা বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

 –হিন্দুস্থান সমাচার/ কাকলি 


 
Top