खेल

Blog single photo

প্রয়াত দেশের প্রথম-শ্রেণীর ক্রিকেটার বসন্ত রাইজি, শোকস্তব্ধ বিসিসিআই

13/06/2020

মুম্বই, ১৩ জুন (হি.স.): একটা অধ্যায়ের অবসান হয়ে গেল! প্রয়াত হলেন দেশের প্রবীণতম রঞ্জি ক্রিকেটার, ফার্স্ট-ক্লাস ক্রিকেটার বসন্ত রাইজি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বসন্ত রাইজি। শনিবার ভোররাত ২.২০ মিনিট নাগাদ দক্ষিণ মুম্বইয়ের বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। বসন্ত রাইজির জামাই সুদর্শন নানাবতী জানিয়েছেন, শনিবার ভোররাত ২.২০ মিনিট নাগাদ ঘুমের মধ্যেই জীবনাবসান হয়েছে বসন্ত রাইজির। রাইট-হ্যান্ড ব্যাটসম্যান বসন্ত রাইজি ১৯৪০ সালে ন'টি ফার্স্ট-ক্লাস ম্যাচ খেলেছিলেন, তাঁর মোট স্কোর ছিল ২৭৭, ৬৮টি সর্বোচ্চ।
১৯৪০ সালে দেশ স্বাধীন হওয়ারও আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথমবার আত্মপ্রকাশ করেন তিনি। ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৭৭ রান করেছিলেন। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৬৮। রঞ্জিতে অবশ্য খেলেছেন আরও আগে। রঞ্জিতে অভিষেক ঘটে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার জার্সিতে। ১৯৩৯ সালে নাগপুরে বেরার ও সেন্ট্রাল প্রভিন্স-এর বিরুদ্ধে যে দল খেলে। ১৯৪১ সালে বিজয় মার্চেন্টের অধীনে মুম্বই যেবার ওয়েস্টার্ন ইন্ডিয়ার বিরুদ্ধে খেলে সেবারেই বসন্ত রাইজি মুম্বইয়ের হয়ে অভিষেক করেন। খেলার পাশাপাশি তিনি পেশায় একজন চার্টার্ড একাউন্টেন্ট এবং ক্রিকেটের ইতিহাসবিদও ছিলেন। মুম্বইয়ের জিমখানার মাঠে যেবার ভারত প্রথমবার আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে, তখন বসন্ত রাইজির বয়স মাত্র ১৩ বছর। চলতি বছরের জানুয়ারিতেই তিনি শতবর্ষ এ পদার্পণ করেছিলেন। সেই সময় শচিন তেন্ডুলকর এবং স্টিভ ওয়া ব্যক্তিগত উদ্যোগে তাঁর বাড়ি গিয়েছিলেন। 
প্রবীণতম রঞ্জি ক্রিকেটার বসন্ত রাইজির প্রয়াণে শোকস্তব্ধ বিসিসিআই। গভীর শোকপ্রকাশ করেছেন শচিন তেন্ডুলকর, যুবরাজ সিং প্রমুখ। শচিন তেন্ডুলকর যখন বসন্ত রাইজির বাড়িতে গিয়েছিলেন সেই ছবি টুইটারে আপলোড করে শোকপ্রকাশ করেছেন লিটিল মাস্টার।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top