राष्ट्रीय

Blog single photo

কোভিড-১৯ : ভারতে ফের মৃত্যু, রাজস্থানে মৃত ৬০ বছরের বৃদ্ধা

04/04/2020

বিকানের (রাজস্থান), ৪ এপ্রিল (হি.স.): মারণ কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়ে ভারতে ফের মৃত্যু। রাজস্থানের বিকানের জেলায় মৃত্যু হল করোনাভাইরাসে সংক্রমিত বছর ৬০-এর একজন বৃদ্ধার। শনিবার ভোরে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার সকালে রাজস্থান স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোরে বিকানের জেলায় মৃত্যু হয়েছে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত বছর ৬০-এর একজন বৃদ্ধার।
ওই বৃদ্ধা বিদেশ থেকে ফিরেছেন এমন কোনও প্রমাণ নেই। স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, রাজস্থানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। ফলে মরুরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৯১, তাঁদের মধ্যে ৪১ জন দিল্লির তবলীগী জামাতে অংশ নিয়েছিলেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top