राष्ट्रीय

Blog single photo

করোনায় সংক্রমিত আরও ৯ জন, রাজস্থানে আক্রান্ত বেড়ে ১২৯

02/04/2020

জয়পুর, ২ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের সংক্রমণ রুখতে রাজস্থান-সহ দেশের সর্বত্রই লকডাউন লাগু রয়েছে। কিন্তু, দেশে করোনায় আক্রান্তের সংখ্যাটা ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মরুরাজ্য রাজস্থানে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯ জন। নতুন করে ৯ জন সংক্রমিত হওয়ার পর রাজস্থানে করোনায় আক্রান্তের সংখ্যা ১২৯-এ পৌঁছেছে।
বৃহস্পতিবার অতিরিক্ত মুখ্য সচিব, মেডিক্যাল ও স্বাস্থ্য রোহিত কুমার সিং জানিয়েছেন, নতুন করে সংক্রমিত ৯ জনের মধ্যে ৭ জন জয়পুরের রামগুঞ্জের বাসিন্দা এবং যোধপুর ও ঝুনঝুনুতে একজন করে আক্রান্ত হয়েছেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top