खेल

Blog single photo

চিনের সংস্থার সঙ্গে স্পনসরশিপ চুক্তি নিয়ে পুনর্বিবেচনার করবে বিসিসিআই

20/06/2020

 


নয়াদিল্ল,
২০ জুন (হি. .):
প্রবল চিন বিরোধী হাওয়ায়
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই ইঙ্গিত
দিয়েছে আইপিএলের টাইটেল স্পনসর-সহ
চিনের সংস্থাগুলির সঙ্গে বোর্ডের বিভিন্ন
স্পনসরশিপ চুক্তি নিয়ে পুনর্বিবেচনার করবে তারা এই
উদ্দশ্যে আগামী সপ্তাহেই আইপিএলের
গভর্নিং কাউন্সিলের সদস্যরা বৈঠকে মিলিত হবেন
বলে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া
হয়েছেগালওয়ান
উপত্যকায় ভারত চিন,
দু'দেশের সেনা সংঘর্ষের
জের পড়তে চলেছে ভারতীয়
ক্রিকেটে গত
সোমবার পূর্ব লাদাখের গালওয়ান
উপত্যকায় দু'দেশের সেনা
সংঘর্ষে শহিদ হন ২০
জন ভারতীয় জওয়ান
তার পর থেকেই চিন
বিরোধী আবেগ প্রবল হয়ে
ওঠে দেশজুড়ে বিসিসিআইয়ের
তরফে প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ শেষ হওয়া
পর্যন্ত চিনা সংস্থার সঙ্গে
সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত
দেওয়া হয় তবে
পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হওয়ায়
শুক্রবার রাতেই বিসিসিআইয়ের তরফে
চিনা সংস্থার সঙ্গে বিভিন্ন চুক্তি
পুনর্বিবেচনার কথা ঘোষণা করা
হয় এই
উদ্দশ্যে আগামী সপ্তাহেই আইপিএলের
গভর্নিং কাউন্সিলের সদস্যরা বৈঠকে মিলিত হবেন
বলে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া
হয়েছেউল্লেখ্য,
আইপিএলের টাইটেল স্পনসর ভিভো
একটি চিনা মোবাইল প্রস্তুতকারক
সংস্থা এছাড়া
পেটিএম, সুইগি প্রভৃতির মতো
সহযোগী স্পনসরদের সঙ্গেও চিনা সংস্থার
যোগ রয়েছে আইপিএলের
একটি মরশুমের জন্য ভিভোর কাছ
থেকে ৪৪০ কোটি টাকা
পায় বিসিসিআই

হিন্দুস্থান
সমাচার/ কাকলি


 
Top