खेल

Blog single photo

ইতালিয়ান কাপের ফাইনালে নাপোলির কাছে হেরে গেল জুভেন্তাস

18/06/2020


নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): ইতালিয়ান কাপের ফাইনালে নাপোলির কাছে হেরে গেল জুভেন্তাস । ইতালিয়ান কাপের ফাইনালে নাপোলির কাছে পেনাল্টি শুট-আউটে হেরে বসে জুভেন্তাস। স্পট কিক নেওয়ার সুযোগই পাননি ক্রিশ্চিয়ানো। লাজিওর পর জুভেন্তাসের কাছে এই হারের ফলে কেরিয়ারে এই প্রথমবার টানা দু'টি টুর্নামেন্টে ফাইনালে হারের মুখ দেখতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। 

লকডাউনের পর এসি মিলানের বিরুদ্ধে ইতালিয়ান কাপের ম্যাচ দিয়েই মাঠে ফেরে জুভেন্তাস। দ্বিতীয় লেগের সেমিফাইনাল ড্র করলেও অ্যাওয়ে গোলের ভিত্তিতে ফাইনালে ওঠে তারা। রোমের অলিম্পিক স্টেডিয়ামে নাপোলি জুভেন্তাসের ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট থাকে গোলশূন্য। যদিও দু'দলই একাধিক সুযোগ পেয়েছিল গোল করার। রোনাল্ডোর দু'টি শট প্রতিহত করেন নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেট। বুফোঁও নাপোলির একাধিক আক্রমণ প্রতিহত করেন অনবদ্য দক্ষতায়। নির্ধারিত সময়ের পর ম্যাচের নিস্পত্তি হয় পেনাল্টি শুট-আউটে। দিবালার শট প্রতিহত করেন মেরেট। স্পট কিকে বল তেকাঠির বাইরে মেরে বসেন দানিলো। জোড়া ভুলের মাশুল দিতে হয় জুভেন্তাসকে। চারটি করে শটের পর নাপোলি ৪-২ গোলে এগিয়ে যাওয়ায় শুট-আউটের পঞ্চম শটটি নেওয়ার প্রয়োজন পড়েনি রোনাল্ডোর।

এই হারের ফলে এ পর্যন্ত কেরিয়ারে যতগুলি ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সিআর সেভেন, কখনও পর পর দু'টি টুর্নামেন্টের ফাইনালে হারের অভিজ্ঞতা হয়নি তাঁর। -হিন্দুস্থান সমাচার/ কাকলি  


 
Top