मनोरंजन

Blog single photo

এবার হিন্দিতে আসছে কৌশিক-চৈতালির 'কথা, না কথায়' গানের অ্যালবাম

14/02/2020


কলকাতা ,১৪ ফ্রেবুয়ারি (হি.স.): সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর ।  বাংলার পর এবার হিন্দিতে আসতে চলেছে 'কথা, না কথায়' গানের অ্যালবাম ।
'কথা, না কথায়'  কৌশিক ভট্টাচার্যের কথায়, সুরে ও পরিচালনায় চৈতালির দাসেরএকক ও দ্বৈত কন্ঠে গান আছে । সম্পুর্ণ নতুন আঙ্গিকে সাজানো এই গানের ডালি ।    ইতিমধ্যেই তা প্রকাশ পেয়েছে বাংলায় | এবার সেই বাংলা গানের সিডি 'কথা, না কথায়' আসছে হিন্দিতে  ।   সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে 'কথা, না কথায়' গানের সিডি হিন্দিতে  ।

হিন্দুস্থান সমাচার /পায়েল  


 
Top