अंतरराष्ट्रीय

Blog single photo

কোভিড-১৯ গ্রাসে সমগ্র বিশ্ব, পৃথিবীব্যাপী মৃত্যু বেড়ে ৫৩,১০০

03/04/2020

জেনেভা, ৩ এপ্রিল (হি.স.): মৃত্যু ও সংক্রমণে লাগাম তো দূর অস্ত, যতদিন গড়াচ্ছে ততই বাড়ছে মৃত্যু সংখ্যা। করোনার প্রকোপে মৃত্যু-মিছিল অব্যাহত গোটা বিশ্বে। কোভিড-১৯, মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীব্যাপী মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৫৩ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। সংক্রমিত কমপক্ষে ১,০১৬,০০০ জন।
৩ এপ্রিল দুপুর পর্যন্ত, জোন্স হোপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ১,০১৬,০০০ জন। মৃতের সংখ্যা ৫৩,১০০ জন। করোনাভাইরাসের প্রকোপে এই মুহূর্তে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ও উদ্বেগজনক আমেরিকা ও ইতালিতে। মৃত্যু বাড়ছে স্পেন, ভারত, জার্মানি, ফ্রান্সেও। ইউরোপজুড়ে এখন আতঙ্ক বিরাজমান। ইতালিতে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১৩,৯১৫ জন, স্পেনে মৃতের সংখ্যা ১০,৩৮৪ এবং ফ্রান্সে ৫,৩৯৮ জন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top