अंतरराष्ट्रीय

Blog single photo

পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে! করোনা-আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে চিন

02/04/2020

বেজিং, ২ এপ্রিল (হি.স.): আগের চেয়ে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে চিনে। মারণ করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে চিন। করোনার প্রকোপে চিনে এখনও পর্যন্ত ৩ হাজার ৩১৮ জন প্রাণ হারিয়েছেন। সংক্রমিত ৮১,৫৮৯ জন। বিগত ২৪ ঘন্টায় চিনে মৃত্যু হয়েছে ৬ জনের, কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশেই নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে বিদেশফেরত ৩৫ জনের শরীরে নতুন করে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে।
বৃহস্পতিবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় চিনে মৃত্যু হয়েছে ৬ জনের এবং সংক্রমিত হয়েছেন ৩৫ জন। সবমিলিয়ে চিনে এখনও পর্যন্ত করোনা-সংক্রমণে মৃতের সংখ্যা ৩,৩১৮-তে গিয়ে ঠেকেছে। সমগ্র চিনে আক্রান্তের সংখ্যা ৮১,৫৮৯।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top