राष्ट्रीय

Blog single photo

কোভিড-১৯ : বাগালকোটে মারণ ভাইরাসে মৃত বৃদ্ধ, কর্ণাটকে মৃত্যু বেড়ে ৪

04/04/2020

বেঙ্গালুরু, ৪ এপ্রিল (হি.স.): কর্ণাটকের বাগালকোটে জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারালেন বছর ৭৫-এর একজন বৃদ্ধ। পেশায় ব্যবসায়ী ওই রোগীর বিদেশ থেকে ফেরার কোনও ভ্রমণ ইতিহাস নেই। দিল্লির তবলীগী জামাতের সঙ্গেও কোনও সম্পর্ক নেই।
বাগালকোটে ডেপুটি কমিশনার কে রাজেন্দ্র জানিয়েছেন, শুক্রবার মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত একজন বৃদ্ধের। এই বৃদ্ধের মৃত্যুর পর কর্ণাটকে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪। পুলিশ সূত্রের খবর, ওই বৃদ্ধের পরিবারের সদস্যের স্ক্রিনিং করা হয়েছে, কারও শরীরে কোভিড-১৯ ভাইরাসের সন্ধান মেলেনি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top