राष्ट्रीय

Blog single photo

গোয়ায় করোনা-আক্রান্ত আরও একজন, সংক্রমিত বেড়ে ৬

03/04/2020

পানাজি, ৩ এপ্রিল (হি.স.): গোয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হলেন আরও একজন। নতুন করে একজন সংক্রমিত হওয়ার পর গোয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬। গোয়ার স্বাস্থ্য মন্ত্রী বিশ্বজিৎ রানে জানিয়েছেন, মোজাম্বিক এবং কেনিয়া থেকে দেশে ফেরা একজনের শরীরে মারণ কোভিড-১৯ ভাইরাসের সন্ধান মিলেছে।
স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, উত্তর গোয়ার মান্দ্রেম-এর বাসিন্দা ওই রোগীর শরীরে বৃহস্পতিবার রাতে কোভিড-১৯ ভাইরাসের প্রমান মেলে। ১৯ মার্চ গোয়ায় ফিরেছিলেন তিনি। ওই রোগীকে দক্ষিণ গোয়ার একটি বিশেষ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে একজন আক্রান্ত হওয়ার পর গোয়ায় করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top