खेल

Blog single photo

২০২০-২১ মরশুমেও তুরিনেই থেকে যাচ্ছেন বুফোঁ

30/06/2020

 রোম, ৩০
জুন (হি.স.) : অভিজ্ঞ
গোলকিপার
জিয়ানলুইজি
বুফোঁর সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নিল জুভেন্তাস। সেই সঙ্গে ক্যাপ্টেন জর্জিও চিয়েল্লিনিকেও আরও এক বছরের জন্য ধরে রাখল জুভেন্তাস যার অর্থ, ২০২০-২১ মরশুমেও তুরিনেই থেকে যাচ্ছেন বুফোঁ-জর্জিও ।২০০১ সালে পারমা থেকে জুভেন্তাসে যোগ দেন বুফোঁ। মাঝে একটি মরশুম কাটিয়ে আসেন প্যারিস সাঁ-জা'য়। ২০১৮-১৯ মরশুমে পিএসজির হয়ে মাঠে নামার পর চলতি মরশুমের শুরুতেই তিনি পুনরায় যোগ দেন জুভেন্তাসে। যদিও এখন তাঁর ভূমিকা রিজার্ভ গোলকিপারেরএবছর সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ১৩টি ম্যাচে মাঠে নেমেছেন বুফোঁ। সিরি-' বাকি ১০ ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে খেলতে নামলেই ইতালিয়ান লিগে ইতিহাস গড়বেন বুফোঁ। এসি মিলানের পাওলো মালদিনিকে টপকে বুফোঁ এককভাবে সিরি-'তে সবথেকে বেশি ম্যাচ খেলা ফুটবলারে পরিণত হবেন। আপাতত মালদিনি বুফোঁ, উভয়েই সিরি-'তে ৬৪৭টি করে ম্যাচ খেলেছেন। যদিও সিরি-'তে সবথেকে বেশি ম্যাচ খেলা গোলকিপারের রেকর্ড তাঁর দখলেই রয়েছে। জুভেন্তাসের হয়ে সবথেকে বেশি লিগ ম্যাচ খেলা ফুটবলারও তিনিই বছরের পরিবর্তে টুর্নামেন্ট আয়োজিত হবে আগামী বছর একই সঙ্গে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৫ মহিলা, অনূর্ধ্ব-১৮ মতো বয়সভিত্তিক টুর্নামেন্টগুলিও পিছিয়ে দেওয়া হয়েছে 

হিন্দুস্থান সমাচার/
কাকলি


 
Top