क्षेत्रीय

Blog single photo

নিজামুদ্দিন কান্ডে জামাত’কে দায়ী করে অভিনেত্রী অপর্ণা সেনের টুইট

04/04/2020

কলকাতা, ৪ এপ্রিল (হি. স.) : দিল্লির নিজামুদ্দিনের তবলিগ-ই-জামাত’কে ভারতে করোনা বৃদ্ধির জন্য সরাসরি দায়ী করলেন বিশিষ্ট অভিনেত্রী অপর্ণা সেন। 
অভিনেত্রীর টুইট, জামাতের সম্মেলন শুধু মারাত্মক নয়, এটা অপরাধমূলক কাজ।  এদের কঠোর শাস্তি হওয়া উচিত।  আমি ধর্মনিরপেক্ষ আর উদারনীতিতে বিশ্বাস করি, কিন্তু আমি এমন কার্যাবলীকে সমর্থন করব না, যা আমার দেশের আইনের বিরুদ্ধে যায়।  হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, নাস্তিক, অজ্ঞেয়বাদী সকলের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। 

গত ২৪ ঘন্টায় এটি ছাড়া আরও একটি টুইট করেন অপর্ণা। ‘আমার প্রিয় দেশ’ এই কথাটি উল্লেখ করে এবং দুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, করোনায় যত মৃত্যু হবে, তার চেয়ে বেশি মৃত্যু হবে অনাহারে। হিন্দুস্থান সমাচার / অশোক


 
Top