खेल

Blog single photo

আইপিএল নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত : সৌরভ গাঙ্গুলি

11/06/2020

মুম্বই, ১১ জুন (হি.স.): চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আদৌ হবে না কি বাতিলই হয়ে যাবে, সেই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বছর আইপিএল আয়োজন করার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিআই, সমস্ত সম্ভাবনাও খতিয়ে দেখছে বিসিসিআই। বৃহস্পতিবার এমনই আশ্বাস দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এদিন সৌরভ জানান, চলতি বছর আইপিএল আয়োজন করার সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। যদি ফাঁকা স্টেডিয়ামেও খেলতে হয়, তাই হবে। এ ব্যাপারে খেলোয়াড়, ফ্রাঞ্চাইজি, ব্রডকাস্টার, স্পন্সর, মালিক-সহ সব পক্ষের সঙ্গেই কথা বলা হচ্ছে।” বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ আরও জানান, “চলতি বছর আইপিএল-এর ব্যাপারে ভারত এবং বিদেশের অনেক ক্রিকেটারই আগ্রহ প্রকাশ করেছেন। আশা করছি খুব তাড়াতাড়িই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব আমরা।”
কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কারণে এ বছর মার্চেই আইপিএলকে স্থগিত করে দেওয়ার ঘোষণা করা হয়। এর পর পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। ভারতে এখনও পর্যন্ত করোনা-সংক্রমণে কোনও রাশ টানা যায়নি। এই পরিস্থিতিতে আইপিএল কী ভাবে হবে, সেটা নিয়েই চিন্তা করছে বিসিসিআই। আইপিএল না হলে বিসিসিআইয়ের বিপুল আর্থিক ক্ষতি হবে, তা বলাই বাহুল্য!

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top