राष्ट्रीय

Blog single photo

করোনা মোকাবিলায়শ্রীনগরের তিনটি হাসপাতালকে দেড় কোটি টাকা দিচ্ছেন ফারুক আবদুল্লা

29/03/2020


শ্রীনগর, ২৯ মার্চ (হি. স.) : করোনা পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনকে সাহায্য করতে এগিয়ে এলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। নিজের সংসদ তহবিল থেকে দেড় কোটি টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 
এই অর্থ শ্রীনগরের তিনটি হাসপাতালকে সমান ভাবে বণ্টন করা হবে বলে জানা গিয়েছে। ন্যাশনাল কনফারেন্স এর তরফে নিজের টুইট বার্তায় জানানো হয়েছে যে, করোনা মোকাবিলার প্রতি দায়বদ্ধতা থেকে দলের সভাপতি এবং শ্রীনগরের সংসদ ড. ফারুক আবদুল্লা নিজের সাংসদ তহবিল থেকে দেড় কোটি টাকা তিনটি হাসপাতালকে সমানভাবে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।
হাসপাতালগুলি যথাক্রমে হল যথাক্রমে এস এম এইচ এস হাসপাতাল, সি ডি হাসপাতাল এবং জি বি পন্থ হাসপাতাল।অন্যদিকে ক রো না য় নতুন করে জম্মু-কাশ্মীর আরো পাঁচজন আক্রান্ত হয়েছেন।

 হিন্দুস্থান সমাচার/ শুভঙ্কর 


 
Top