अंतरराष्ट्रीय

Blog single photo

করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

29/03/2020
 রোম, ২৯ মার্চ (হি. স.): করোনার
তাণ্ডব অব্যাহত ইতালিতে। একদিনে আরো ৮৮৯ জনের মৃত্যু হয়েছে সে দেশে। সব মিলিয়ে ইতালিতে
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০,০২৩।গোটা ইতালি জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে
দাঁড়িয়েছে ৯২৪৭২। 

বর্তমানে চিনের পর ইতালি এখন করোনার নতুন কেন্দ্রে পরিণত হয়েছে।
মৃত্যুর নিরিখে ইতালি এখন চিনকেও ছড়িয়ে গিয়েছে। চিন যেখানে মৃতের সংখ্যা ৩২৯৯। সেখানে
ইতালিতা তা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যার নিরিখেও চিন কে ছাপিয়ে
গিয়েছে ইতালি। প্রায় ছয় সপ্তাহ ধরে ইতালিতে লক ডাউন চলছে। তা সত্ত্বেও সেখানে মৃতের
সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন নানা মহলে। 

যদিও সূত্র মারফত জানা গিয়েছে সে দেশে
প্রবীণ নাগরিকদের সংখ্যা বেশি থাকায় আক্রান্তের সংখ্যা এত বেশি। পাশাপশি লালারস পরীক্ষা
তেও অনেক গাফিলতি রয়েছে ইউরোপের এই দেশটির। 

হিন্দুস্থান সমাচার/ শুভঙ্কর


 
Top