राष्ट्रीय

Blog single photo

করোনা মোকাবিলায় পিএম কেয়ার ফান্ডে ২১ লক্ষ টাকা দেবে সিবিএসই

29/03/2020


নয়াদিল্লি, ২৯ মার্চ (হি. স.):  করোনা মোকাবিলায় প্রশাসনের পাশে এসে দাঁড়ালো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। রবিবার সংস্থা পক্ষ থেকে জানানো হয় যে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তৈরি করা পি এম কেয়ার ফান্ডে ২১ লক্ষ টাকা দেওয়া হবে। 
রবিবার বিবৃতি জারি করে সিবিএসইর সচিব অনুরাগ ত্রিপাঠী জানিয়েছেন, সংস্থার কর্মীরা স্বেচ্ছায় এই অর্থ দিতে সম্মত হয়েছে। সংস্থার গ্রুপ- এ দুইদিনের বেতন এবং গ্রুপ বি ও সি কর্মীরা একদিনের বেতন দিয়েছে। সব মিলিয়ে উঠেছে ২১ লক্ষ টাকা। এইবার এই অর্থই পৌঁছিয়ে যাবে পিএম কেয়ার ফান্ডে। উল্লেখ করা যেতে পারে গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৫০ ছাড়িয়ে গিয়েছে।

 হিন্দুস্থান সমাচার/ শুভঙ্কর 


 
Top