खेल

Blog single photo

করোনা জেরে অনিশ্চিত টোকিও অলিম্পিকের ভবিষ্যৎ

23/03/2020


টোকিও, ২৩ মার্চ (হি. স)  :  বিশ্বজুড়ে করোনা মহামারী ভয়ানক আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে টোকিও অলিম্পিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, অলিম্পিক পূর্ণাঙ্গ ভাবে আয়োজন করতে না পারলে তা স্থগিত করে দেওয়া হতে পারে।
 আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি রবিবার জরুরি বৈঠক করে। বৈঠক শেষে সংস্থার তরফ থেকে জানানো হয় যে অলিম্পিক আয়োজন নিয়ে সমস্ত বিকল্প পথ খতিয়ে দেখা হচ্ছে। তেমন পরিস্থিতি দেখা দিলে পিছিয়ে দেওয়া হতে পারে অলিম্পিকের ক্রীড়াসূচি। একই মত পোষণ করেন প্রধানমন্ত্রী শিনজো আবে। জাপানি সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, আয়োজন করার ক্ষেত্রে জটিলতা দেখা দিলে অলিম্পিক স্থগিত রাখা হবে। তার মতে, বর্তমানে এই পদক্ষেপ গ্রহণ করা ছাড়া আর কোন উপায় নেই। এই বিষয়ে টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধানকে নিজের মতামত জানিয়েছেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই অলিম্পিকের বিকল্প দিনক্ষণ তৈরি করার কাজ শুরু করে দেওয়া হয়েছে। 
হিন্দুস্থান সমাচার /শুভঙ্কর 


 
Top