अंतरराष्ट्रीय

Blog single photo

করোনা ভাইরাসের মোকাবিলায় ভারতকে আর্থিক সাহায্যের ঘোষণা বিশ্বব্যাংকের

03/04/2020
ওয়াশিংটন, এপ্রিল (হি. স.)
:  করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ২১ দিনের
লকডাউনের জেরে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে দেশ।  ঠিক তখনই ভারতের পাশে দাঁড়াল বিশ্বব্যাংক।
ভারতকে ১ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করার ঘোষণা করল ওই সংস্থা ।
 এই দেশে এখনও
পর্যন্ত ওই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দু
'‌হাজার ছাড়িয়ে গেছে। ইতিমধ্যেই ভারতে  মৃত্যু হয়েছে ৫৩
জনের।এই সঙ্কটের সময়েই
বিশ্বব্যাঙ্কের পক্ষ থেকে ঘোষণা করা হল যে
, "করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্যে
ভারতকে এক বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সাহায্য করা হবে। ভারতীয় অর্থে যার মূল্য ৭
হাজার কোটি টাকারও বেশি"। করোনা হানা দিয়েছে বিশ্বের অধিকাংশ দেশেই। তাই শুধু
ভারতকেই নয়
, করোনা আক্রান্ত
বিশ্বের ২৫ টি দেশের জন্যেই বিপুল পরিমাণ অর্থ অনুমোদন করল বিশ্বব্যাংক
, সব মিলিয়ে মোট ১.৯ বিলিয়ন ডলার অর্থসাহায্য
করছে তারা। যার মধ্যে অবশ্য বেশিটাই আসছে ভারতের ভাগে।বিশ্বব্যাংকের
বোর্ড অফ ডিরেক্টরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে
, ভারতকে এক বিলিয়ন ডলার অনুদান দিয়ে সাহায্য
করা হবে। মূলত
, করোনা ভাইরাসে
আক্রান্তদের উন্নততর পরীক্ষা
, এটি ব্যাপক
মাত্রায় ছড়িয়ে পড়ছে কিনা তা দেখা
, গবেষণাগারে চিকিৎসা পদ্ধতির উন্নতি ও চিকিৎসাকর্মীদের হাতে পিপিই কিট পৌঁছে
দেওয়ার কাজেই এই বিপুল অর্থ ব্যয় করা যাবে। এছাড়াও এই অর্থ দিয়ে ভারত নতুন করে
অর্থনৈতিক অবস্থারও উন্নতি করতে পারবে। ভারত ছাড়াও সহ দক্ষিণ এশিয়ার অনেকগুলো
দেশের পাশেই দাঁড়িয়েছে বিশ্বব্যাংক। পাকিস্তানকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার
,
আফগানিস্তানকে ১০০
মিলিয়ন মার্কিন ডলার
, মালদ্বীপকে ৭.৩
মিলিয়ন মার্কিন ডলার এবং শ্রীলঙ্কাকে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে সাহায্য
করবে বলে জানিয়েছে তারা। হিন্দুস্থান সমাচার
/ সোনালি


 
Top