अंतरराष्ट्रीय

Blog single photo

আগামী দু'সপ্তাহ অত্যন্ত বেদনাদায়ক হবে, প্রস্তুত থাকুন : ডোনাল্ড ট্রাম্প

01/04/2020

ওয়াশিংটন, ১ এপ্রিল (হি.স.): মার্কিন মুলুকে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের প্রকোপে যথেষ্ট উদ্বিগ্ন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মতে, করোনাভাইরাসে আমেরিকায় মৃত্যু হতে পারে ১০০,০০০-২৪০,০০০ জনের। এমতাবস্থায় আসন্ন কঠিন সময়ের জন্য আমেরিকানদের প্রস্তুত থাকতে ও সতর্ক হওয়ার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছেন, 'আগামী দু'সপ্তাহ, ভীষণ, ভীষণ বেদনাদায়ক হতে চলেছে।' ট্রাম্পের কথায়, 'কঠিন সময়ের জন্য সবাই প্রস্তুত থাকুন। অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে চলেছি আমরা।....এটা জীবন ও মৃত্যুর বিষয়।'
প্রসঙ্গত, আমেরিকায় রাতারাতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। মৃত্যু-নিরিখে চিনকেও পিছনে ফেলে দিয়েছে আমেরিকা। করোনাভাইরাসে মৃত্যু-নিরিখে সর্বাগ্রে ইতালি, স্পেন, তারপরই আমেরিকার স্থান।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top