खेल

Blog single photo

যদি ওর সঙ্গে কথা বলতে পারতাম’, বন্ধু সুশান্তের জন্য আক্ষেপ ক্রিকেটার শামির

19/06/2020

কলকাতা, ১৯ জুন (হি. স.) :   সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণে আক্ষেপের সুর ক্রিকেটার মহম্মদ শামির গলায়। বলছেন, “যদি একবার ওর সঙ্গে কথা বলতে পারতাম।”
একসময় সামির মানসিক অবস্থা ঠিক একই রকমের ছিল। একবার নয়, একাধিকবার আত্মহননের চেষ্টা করেছিলেন তিনি। তিনিও অবসাদের শিকার হয়েছিলেন তাই অবসাদের যন্ত্রণাটা তিনি ভালই বোঝেন। কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন তিনি। জানেন কী ভাবে অবসাদ দূর করে বেরিয়ে আসতে হয়। বছর দুই আগে পারিবারিক জীবনে অশান্তি শুরু হয় মহম্মদ শামির। স্ত্রী হাসিন জাহান বিচ্ছেদের মামলা – সহ একাধিক মামলা দায়ের করেন। সেইসময় মানসিক অবসাদের মধ্যে পড়তে হয় শামিকে। সেই সময়ের কথাই জানিয়েছেন শামি।

গত রবিবার বান্দ্রার ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলিউড অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় পেসার শামিও। আর তাই বলছেন, সুশান্তের সঙ্গে দেখা একবার দেখা করা গেলে হয়তো তাঁর মনের কথা জানতে পারতেন। তাঁকে বোঝাতে পারতেন। একটি সাক্ষাৎকারে অবসাদ প্রসঙ্গে শামি বলেন, “অবসাদ এমন একটা সমস্যা যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেই ব্যক্তিকে গুরুত্ব দেওয়ার। এমন একজন প্রতিভাবান অভিনেতার চলে যাওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ও আমার ভাল বন্ধু ছিল। ওর সঙ্গে কথা বলে যদি মনের অবস্থাটা বুঝতে পারতাম, খুব ভাল হত।”

শামি বলেন, “মানসিক অবসাদ এমন এক রোগ যেখানে সবার নজর দেওয়া উচিত। আমি যদি সুশান্তের মানসিক অবস্থা জানতাম তাহলে ওর সঙ্গে কথা বলতাম। ও আমার খুব ভাল বন্ধু ছিল। কিন্তু আমি ওর মনের অবস্থা বুঝিতে পারিনি। এত দুর্দান্ত এক অভিনেতা এত তাড়াতাড়ি চলে গেল।” তাঁর আক্ষেপ একটাই, সুশান্তের কোনও সাহায্য করতে পারলেন না।হিন্দুস্থান সমাচার/ অশোক


 
Top