खेल

Blog single photo

২০২১ সালে অলিম্পিক শুরু হবে ২৩ জুলাই

30/03/2020


টোকিও, ৩০ মার্চ (হি. স.): করোনার জেরে এক বছর পিছিয়ে গেল অলিম্পিক। সোমবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির তরফ থেকে জানানো হয়েছে যে ২০২১ সালের ২৩ জুলাইতে শুরু হবে অলিম্পিক।চলবে ৮ আগস্ট পর্যন্ত। ওই বছরই প্যারা অলিম্পিক শুরু হবে ২৪ আগস্ট। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এই প্রস্তাবে সায় দিয়েছে জাপান সরকার। করোনাভাইরাসের কারণেই পিছিয়ে গেল পৃথিবীর সেরা ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক। আইওসির এই সিদ্ধান্তে সায় দিয়েছে অন্যান্য ক্রীড়া সংগঠন গুলি। হিন্দুস্থান সমাচার / শুভঙ্কর / কাকলি 


 
Top