अंतरराष्ट्रीय

Blog single photo

কোভিড-১৯ : ২৪ ঘন্টায় চিনে মৃত্যু মাত্র একজনের, সংক্রমিত ৩৯ জন

06/04/2020

বেজিং, ৬ এপ্রিল (হি.স.): প্রায় তিন-মাস ধরে চলা কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে জীবন-যুদ্ধের লড়াইয়ে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পরে এখন চিনের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। স্বাভাবিক জীবনে ফিরছে চিনে, প্রতিবন্ধকতাও ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে। সংক্রমণ ও মৃত্যু আগের তুলনায় অনেকটাই কমেছে। তা বলে শান্তি নেই! চিনে মারণ করোনাভাইরাসে ফের মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটল।
বিগত ২৪ ঘন্টায় চিনে কোভিড-১৯ ভাইরাসে মৃত্যু হয়েছে একজনের, মারণ ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশেই নতুন করে একজনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ৩৯ জনের শরীরে নতুন করে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে।
সোমবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় চিনে মৃত্যু হয়েছে একজনের এবং সংক্রমিত হয়েছেন ৩৯ জন। সবমিলিয়ে চিনে এখনও পর্যন্ত করোনা-সংক্রমণে মৃতের সংখ্যা ৩,৩৩১-এ গিয়ে ঠেকেছে। সমগ্র চিনে আক্রান্তের সংখ্যা ৮১,৭০০। করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top