राष्ट्रीय

Blog single photo

করোনা : অন্ধ্রপ্রদেশে নতুন করে সংক্রমিত ১২ জন, সংক্রমিত বেড়ে ১৬১

03/04/2020

অমরাবতী, ৩ এপ্রিল (হি.স.): দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশে দ্রুত বাড়ছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। অন্ধ্রপ্রদেশে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ জন। নতুন করে ১২ জন সংক্রমিত হওয়ার পর অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬১।
শুক্রবার অন্ধ্রপ্রদেশের নোডাল অফিসার আর্য শ্রীকান্ত জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ জন। প্রত্যেককেই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। নতুন করে ১২ জন সংক্রমিত হওয়ার পর অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬১।
মারণ এই ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠায় শুক্রবার অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার একটি সরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে করোনা-সংক্রমিত একজন রোগীকে। বিদেশ থেকে ফিরেছিলেন ওই রোগী।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top