राष्ट्रीय

Blog single photo

রাজস্থানে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ

05/04/2020

জয়পুর,
এপ্রিল (হি. .):   করোনায় আক্রান্ত হয়ে রবিবার সকালে
প্রাণ হারিয়েছেন বছর ৮২
এক ব্যক্তি রবিবার
সকালে রাজস্থানের জয়পুরে ঘটনাটি ঘটেছে
এদিন প্রশাসনের তরফ থেকে জানানো
হয়েছে শনিবার করোনায় আক্রান্ত
হয়ে জয়পুরের এস এম এস
হাসপাতালে ভর্তি হন বছর
৮২ ওই ব্যক্তির 

এদিন সকালে তার মৃত্যু
হয় উল্লেখ
করা যেতে পারে মরুরাজ্যে
করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা
বেড়ে দাঁড়িয়েছে পাঁচ রাজ্যের
অতিরিক্ত মুখ্য সচিব রোহিত
কুমার সিং জনিয়েছেন, করোনায়
নতুন করে আক্রান্ত ছয়সব
মিলিয়ে বর্তমানে গোটা রাজ্যে আক্রান্ত
২১০

হিন্দুস্থান
সমাচার/ শুভঙ্কর


 
Top