क्षेत्रीय

Blog single photo

অসমে করোনা-আক্ৰান্তের সংখ্যা বেড়ে ২৫, গুয়াহাটিতে সংক্রমিত ব্যক্তির নেই তবলিগি-যোগ

04/04/2020

গুয়াহাটি, ৪ এপ্রিল (হি.স.) : অসমে কোভিড-১৯ পজিটিভ সংক্রমিত রোগীর সংখ্যা বুধবার সন্ধ্যা পর্যন্ত ১৩। বৃহস্পতিবার তিন এবং শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্ৰথমে চারজনকে সংখ্যা দাঁড়িয়েছিল ২০-এ। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা এক ধাক্কায় ২৪ এবং আজ শনিবার সকালে এসে দাঁড়িয়েছে ২৫-এ। এর মধ্যে একজন গুয়াহাটির বাসিন্দা। আক্ৰান্ত ২৫ জনের মধ্যে ২৪ জন দিল্লির নিজামউদ্দিন মরকজ তবলিগ-ই জামাত-ফেরত। 

গত ৩১ মার্চ রাজ্যে সর্বপ্রথম আক্রান্তের তালিকায় নাম আসে করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুরের ৫২ বছর বয়সি মুফতি জামাল উদ্দিনের। এদিকে অসমের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৫ জন ছাড়া দিল্লিতে রাজ্যের আরও চারজনের শরীরে কোভিড-১৯ পজিটিভের হদিশ পাওয়া গেছে। তাঁদের দিল্লিতেই চিকিৎসা চলছে। 

আজ সকালে কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাসের আক্রান্তের নাম ঘোষণা করা হয়েছে। তিনি জনৈক বাবুল আলি। বাবুলও দিল্লির নিজামউদ্দিনে তবলিগ-ই জামাতের অংশগ্রহণকারী। জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। 

এছাড়া করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়েছেন গুয়াহাটির বাসিন্দা মণীষ তিবড়েওয়াল নামের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জু-রোডে বিশাল আবাসন স্প্যানিশ গাৰ্ডেনের বাসিন্দা তিনি। তাঁর সঙ্গে অবশ্য তবলিগি-যোগ নেই। তবে তিনি দিল্লি থেকে ১ মাৰ্চ গুয়াহাটিতে এসেছেন। দিল্লি থেকে আসার পরও তাঁর শরীরে করোনার কোনও লক্ষণ ছিল না। ইত্যবসরে বেশ কয়েকজনের সঙ্গে মেলামেশাও করেছেন। ইতিমধ্যে শারীরিক জ্বরের উপসর্গ দেখা দিলে নিজেই নিভৃতবাসে (কোয়ারেন্টাইন) চলে গিয়েছিলেন। গতকাল গভীর রাতে তাঁর স্যাম্পল পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। 

এর পর রাত ১০:৪৭ মিনিটে তাঁর হোয়াটসঅ্যাপে লিখেছেন, ‘গত দু সপ্তাহে আমার সংস্পর্শে যতজন এসেছেন দয়া করে তাঁরা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে যান।’

মণীষ তিবড়েওয়াল দিল্লির নিজামউদ্দিনে তবলিগ-ই জামাতে অংশগ্রহণ না করলেও অন্য কারোর সংস্পর্শে তাঁর শরীরে কোভিড-১৯ বাসা বেঁধেছে বলে ধারণা করা হচ্ছে। 

হিন্দুস্থান সমাচার / এসকেডি / অরবিন্দ


 
Top