अंतरराष्ट्रीय

Blog single photo

চতুর্থ-দিনের জন্য কমল সংক্রমণ, ইতালিতে মৃত্যু ছাড়াল ৭ হাজার

26/03/2020

রোম, ২৬ মার্চ (হি.স.): চতুর্থ-দিনের জন্য কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে সংক্রমণ কমল ইতালিতে। তবে, মৃত্যু থামছেই না। স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতের মধ্যে ইতালিতে মৃত্যু ছাড়াল ৭ হাজার।
ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসে ইতালিতে মৃত্যু ছাড়িয়েছে ৭,৫০০। যদিও, বিগত চার দিন ধরে সংক্রমণ কমেছে। ইতালিতে বর্তমানে করোনাভাইরাসে সংক্রমিত ৫৭,৫২১ জন। মঙ্গলবারের তুলনায় ৩,৪৯১ বেশি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top