क्षेत्रीय

Blog single photo

ফের সামাজিক মাধ্যমে সরব বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত

06/04/2020

কলকাতা, ৬ এপ্রিল (হি. স.) : প্রধানমন্ত্রীর দীপ জ্বালানোর বিরোধীদের ফের সামাজিক মাধ্যমে একহাত নিলেন বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত। 

গত দু’দিন ধরেই তিনি এই বিতর্কে ফেসবুকে সক্রিয়। সোমবার রন্তিবাবু ফেসবুকে লিখেছেন, “প্রথমে পাওয়ার গ্রিড বসে যাওয়ার গল্প শোনানো হয়েছিল। সে গল্পে কান না দিয়ে ঘরে ঘরে সবাই যখন প্রদীপ জ্বালালেন , তখন বলা শুরু হল -- বাজি কেন ফাটল ? ফানুস কেন উড়ল ? হ্যাঁ , বাড়ি বাড়ি যখন প্রদীপ জ্বলেছে , তখন কোথাও কোথাও বাজি ফেটেছে , ফানুসও উড়েছে।  কোনো সংকটই যে মানুষের প্রাণশক্তি নষ্ট করতে পারে না --- এ তারই প্রমাণ। সে প্রাণশক্তিকে যদি আপনি বুঝতে না পারেন , বা অবজ্ঞা করেন সে ব্যর্থতা আপনার। রাইফেল নয় , মানুষই শক্তির উৎস -- মনে রাখবেন কমরেড।“

এর আগে, কাল রাতে লিখেছেন, “ন'টা দশ মিনিটে বিশিষ্ট চৈনিক কবি বিকাশরঞ্জন ভট্টাচার্য বিরচিত কবিতা ---- শুধু গুটিকয় মোমবাতি ছিল ,
আর সবই গেছে চীনে ---
এক রাতে এসে নরেন্দ্র মোদী
সেটুকু লইল ছিনে।“
বলাই বাহুল্য, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘে জমি’-র ব্যাঙ্গাত্মক রূপ। 
হিন্দুস্থান সমাচার/ অশোক


 
Top