खेल

Blog single photo

এবার মোহনবাগান দিবস পালিত হবে না, হবে প্রতীকী অনুষ্ঠান

26/06/2020

কলকাতা, ২৬ জুন (হি. স.) : প্রতিবছর ২৯ জুলাই জাঁকজমকপূর্ণভাবে বাগান তাঁবুতে মোহনবাগান দিবস পালিত হয়। আলোর রোশনাইয়ের মাঝে কত লোক আসেন। তারকার ভিড় হয়। 
এবার করোনার জেরে এবার সেসব অতীত হতে চলেছে। ২৯ জুলাই মোহনবাগান দিবস পালিত হবে না। প্রতীকী অনুষ্ঠান হবে। প্রতিবারের মত এবারও ‘মোহনবাগান রত্ন’ প্রাপকের নাম ঘোষণা করা হবে। কিন্তু কোনও অনুষ্ঠান হবে না। কারণ, মোহনবাগান কর্তাদের বলছেন, মানুষের জীবন আগে। অনুষ্ঠান অনেক হবে। অনুষ্ঠান হলেই অনেক মানুষের ভিড় হবে। সামাজিক দূরত্ব বিধি মেনে চলা যাবে না। তাই সতর্ক বাগান কর্তারা।
অনুষ্ঠান প্রসঙ্গে মোহনবাগানের এক কর্তা বলেন, ‘করোনা নিয়ে সবাই এখন আতঙ্কে। খুশির অনুষ্ঠান পরে হবে।’ মোহনবাগান তাঁবুর অন্দরের খবর, করোনা মিটলে নেতাজি ইনডোরে হবে অনুষ্ঠান। মোহনবাগান তাঁবু এখনও খোলেনি। গত সপ্তাহে খোলার কথা থাকলেও পিছিয়ে যায়। এবারে অন্যান্যবারের মতো মোহনবাগান রত্নের পাশাপাশি সেরা ক্রিকেটার, সেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হবে।

 হিন্দুস্থান সমাচার/ অশোক


 
Top