अंतरराष्ट्रीय

Blog single photo

করোনাভাইরাস কে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন ইতালি ১০১ বছরের বৃদ্ধ

28/03/2020

 রোম, ২৮ মার্চ (হি. স.) : করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় চিনকেও ছাপিয়ে গিয়েছে ইতালি । এরই মধ্যে ইতালির রিমিনি শহরে করোনা ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে আশার আলো দেখালেন ১০১ বছরের এক বৃদ্ধ। ঘটনা। 
 সূত্রের খবর, ওই বৃদ্ধ উত্তর-পূর্ব ইতালির একটি হাসপাতালে ভর্তি ছিলেন। পরীক্ষায় তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। রিমিনি শহরের ডেপুটি মেয়র গ্লোরিয়া সিলি জানান, এই ঘটনা সবাইকে আশার আলো দেখিয়েছে। সবাইকে নতুন করে বাঁচার রসদ দিয়েছে। ১০১ বছর বয়সে তিনি যদি সুস্থ হয়ে উঠতে পারেন তবে বাকিরা কেন পারবেন না। হিন্দুস্থান সমাচার /সোনালী


 
Top