राष्ट्रीय

Blog single photo

মহারাষ্ট্রে কোভিড-১৯-এ আক্রান্ত আরও ১২ জন, সংক্রমিত বেড়ে ২১৫

30/03/2020

মুম্বই, ৩০ মার্চ (হি.স.): মহারাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও ১২ জন। নতুন করে ১২ জন সংক্রমিত হওয়ার পর মহারাষ্ট্রে কোভিড-১৯ মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১৫-তে পৌঁছেছে। নতুন করে আক্রান্ত ১২ জনের মধ্যে ৩ জন আক্রান্ত হয়েছেন মুম্বইয়ে, ৫ জন পুণে-তে, নাগপুরে ২ জন, কোলহাপুরে একজন এবং নাসিকে একজন সংক্রমিত হয়েছেন।
সোমবার সকালে মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে মোট ২১৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মুম্বইয়ে নতুন করে ৩ জন সংক্রমিত হয়েছেন, ৫ জন পুণে-তে, নাগপুরে ২ জন, কোলহাপুরে একজন এবং নাসিকে একজন সংক্রমিত হয়েছেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top