अंतरराष्ट्रीय

Blog single photo

২৪ ঘন্টায় মৃত্যু ১,০৮১ জনের, আমেরিকায় করোনায় মৃত বেড়ে ১,০৬,১৮০

03/06/2020

ওয়াশিংটন, ৩ জুন (হি.স.): আমেরিকায় ফের বাড়ল কোভিড-১৯ ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ১,০৮১ জন। নতুন করে ১,০৮১ জনের মৃত্যুর পর আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ১,০৬,১৮০-এ পৌঁছেছে।
বুধবার জোন্স হপকিন্স ইউনিভার্সিটির ট্যালি অনুযায়ী, বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০৮১ জন রোগীর মৃত্যু হয়েছে। ফলে আমেরিকায় মৃতের সংখ্যা ১,০৬,১৮০-তে পৌঁছেছে। মৃত্যুর পাশাপাশি আমেরিকায় বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যাও, এই মুহূর্তে আমেরিকায় করোনা-আক্রান্তের সংখ্যা ১,৮৩১,৪৩৫।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top