राष्ट्रीय

Blog single photo

বন্যা কবলিত বিহারের জন্য ৫১ লক্ষ টাকার অর্থ সাহায্য বিগ-বির

09/10/2019
পাটনা, অক্টোবর (হি..) : বন্যার জেরে নাজেহাল অবস্থা বিহারবাসীর এমন পরিস্থিতিতে
রাজ্যের মানুষের পাশে এসে দাঁড়ালেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা দান করেছেন তিনি। বুধবার নিজের সহযোগী বিজয়নাথ মিশ্রর মাধ্যমের ৫১ লক্ষ টাকার চেক রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীর হাতে তুলে দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে
উদ্দেশ্য করে এক বার্তায় অমিতাভ বচ্চন লিখেছেন বন্যা কবলিত বিহারের জন্য সামান্য সাহায্য। পাশাপাশি বন্যা দুর্গতদের প্রতি নিজের সমবেদনা জানিয়েছেন। বন্যা দুর্গতদের পাশে অর্থ সাহায্য নিয়ে দাঁড়ানোর জন্য টেলিভিশন শো কেবিসি-তে প্রচার করবেন তিনি। উল্লেখ করা বন্যার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যজুড়ে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এমন জমে থাকা  জলের মধ্যে আটকে পড়েন উপ-মুখ্যমন্ত্রী। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা গিয়ে তাঁকে উদ্ধার করেন হিন্দুস্থান
সমাচার / শুভঙ্কর         


 
Top